শ্রীপুরের পুত্রের অত্যাচারের স্বীকার বৃদ্ধা মা কুরআনজান

ক্রাইম রিপোর্ট সারাদেশ

শ্রীপুর প্রতিনিধি (গাজীপুর)ঃ-
গাজীপুর জেলা শ্রীপুর উপজেলাধীন ২নং গাজীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড নিজ মাওনা গ্রামের বড়চালা নামক স্থানের স্বামী আবুল কাশেম (৮৫) বৃদ্ধা মা কুরআনজান (৭৫) কে সংবাদিকরা জিজ্ঞাসা করিলে কুরআনজান হাওমাও করে কেঁদে ওঠে। তিনি বলেন, আমি কি এই স্বাধীন বাংলাদেশের নাগরিক না। যদি তাই হয়, তবে আমার এই বৃদ্ধা বয়সে কেন আমি স্বামী থাকার পরও পরিচয়হীন।

একমাত্র সন্তান থাকার পরও আমি সন্তানের পরিচয় হীনতায় ভোগছি। আমার কি ইচ্ছা করেনা অন্যের মতো বেঁচে থাকতে। কেন আমার প্রতি আমার একমাত্র সন্তান আব্দুল কাদের (৫৫) তার অত্যাচারের স্বীকার হতে হচ্ছে আমাকে। আমি দেশ বাসীর কাছে আমার একমাত্র সন্তান আব্দুল কাদেরের বিচার চাই। এই কথা বলে মা কুরআনজান কেঁদে দুচোখের পানিতে বুক ভেসে যায়।

তারপর আমার একমাত্র নাতনী জোলেখার বাড়ীতে দীর্ঘ ২ বৎসর যাবত আশ্রয় নিয়ে কোন রকম বেঁচে আছি। অত্র এলাকার স্থানীয় একজন সংবাদকর্মী দৈনিক সকালের বাংলা শ্রীপুর উপজেলা প্রতিনিধি রফিকু ইসলাম এই বিষয়ে প্রতিবেদন করে নিউজ প্রকাশ করিলে তাকে আব্দুল কাদের অকথ্য ভাষায় গালাগাল সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে, যাতে তার বিরুদ্ধে আর কোন নিউজ প্রকাশ না করেন।

তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে এবং জেলে প্রেরণের হুমকি দেন। আব্দুল কাদের একজন নারী লোভী ও প্রতারক বলে এলাকাবাসীর কাছ থেকে জানাযায়। আব্দুল কাদের অত্র এলাকার এক বিরাট প্রভাবশালী লোক।

তাই সংবাদ কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কেউ কোন রকম তোয়াক্কা করেনা। তাই আব্দুল কাদেরের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন এলাকার সকল মানুষ এবং জরুরী হস্তক্ষেপ কামনা করছেন যাহাতে মা কুরআনজানের মতো এই বৃদ্ধা বয়সে আর কোন মাকে নিজের সন্তানের নিকট এই রকম নির্যাতিত হতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *