পাবনার সাঁথিয়া উপজেলার সাগরদাড়িয়া গ্রামে বজ্রপাতে মোবাইল বিস্ফোরণে আলমাছ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বিলে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। নিহত আলমাছ ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
সাগরদাড়িয়া গ্রামের বাসিন্দা ও সাগরদাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেম জানান, আলমাছ হোসেন রাত ১০টার দিকে গ্রামের পাশের ধলাই বিলে ৪-৫ জন প্রতিবেশীর সঙ্গে মাছ ধরতে যান। এর কিছুক্ষণ পরই তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে আলমাছের কাছে থাকা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার সঙ্গে থাকা অন্যরা অক্ষত ছিলেন।
তার সঙ্গে যাওয়া একজন ছানোয়ার হোসেন জানান, তাদের কাছে মোবাইল ফোন ছিল না।
