ট্রাম্পকে নিন্দা জানিয়ে সৌদির কাছে অস্ত্র বিক্রিতে বাধা মার্কিন কংগ্রেসের

আন্তর্জাতিক

মার্কিন প্রতিনিধি পরিষদ ডোনাল্ড ট্রাম্পের নিন্দা জানিয়ে সৌদি আরব এবং অন্যান্য মিত্র দেশের কাছে ৮.১ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রিতে বাধা দিতে বুধবার ভোট দিয়েছে। তবে এক্ষেত্রে ট্রাম্প ভেটো ক্ষমতা ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

এ বছরের গোড়ার দিকের জরুরি পদক্ষেপের আওতায় ট্রাম্পের ঘোষিত বিতর্কিত অস্ত্র বিক্রি ঠেকাবে এমন তিনটি প্রস্তাব আইনপ্রণেতারা অনুমোদন দিয়েছেন। তাদের মধ্যে অনেকে গত বছর সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যায় সৌদি আরবের ভূমিকা প্রশ্নে রিয়াদের সমালোচনা করেন।
অস্ত্র বিক্রিতে বাধা দেয়া এসব প্রস্তাব ইতোমধ্যে সিনেটে পাস হয়েছে। প্রস্তাবগুলো এখন হোয়াইট হাউসে যাবে। সেখানে ট্রাম্প এ বিষয়ে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রতিনিধি পরিষদ খুব সহজে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ অস্ত্র বিক্রিকে বাধা দিতে পারলেও ট্রাম্পের ভেটো ক্ষমতাকে অগ্রাহ্য করতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। এক্ষেত্রে প্রায় ৫০টি ভোট পাওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে।


মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জডার্নের কাছে বিভিন্ন ধরনের ৮.১ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করতে চাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *