শ্রীপুরের মাওনা বাজারে অনিল শিলের দোকানের সামনে বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় দাঁড়ানো একটি অটো রিক্সার উপর পড়ে। এতে অটো রিক্সার চালক রতন(৫০) আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে বেলা সাড়ে এগারটার দিকে হঠাত শব্দ করে আগুন ধরে তারটি ছিড়ে পড়ে যায়। তারে থাকা প্লাস্টিকের অংসের আঘাতে তার মাথা ছরে রক্ত বের হয়।
পল্লী বিদ্যুৎ মাওনা অফিসের এজি এম কে ফোন দিয়ে
তার ছিড়ে পরার কারন জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে, তারা ফিরে আসলে কারন বলতে পারব।