জেলায় ‘মুজিববর্ষ-২০২০: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে এই সেমিনার উদ্বোধন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসন আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক আলতাফ হোসেন, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, টিএসসির অধ্যক্ষ নীল রতন দত্ত, টিটিসির অধ্যক্ষ সাদেকা সুলতানা প্রমুখ।

জেলা প্রশাসক জোহর আলী তার বক্তব্যে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, ছাত্রছাত্রী ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৪৫ জন অংশ নেন।