কলারোয়া সাতক্ষীরাঃ প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইপোকে(ভাইয়ের ছেলে) আলফাজ হোসেন গাজী (৩০) কে কুপিয়ে হত্যা করেছেন তিন চাচা ও এক চাচতো ভাই এমনই অভিযোগ উঠেছে মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সোনাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।পরে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে মধ্যরাতে তিনি মারা যান।

নিহত আলফাজ হোসেন গাজী উপজেলার দক্ষিণ সোনাবড়িয়া গ্রামের শাহাদাত গাজীর ছেলে ও পেশায় ট্রলি চালক। নিহতের বড় ভাই আলতাফ হোসেন গাজী জানান,ছয় বছর ধরে তার চাচাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো।এর জের ধরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আপন চাচা সলেমান গাজী, ইসমাইল,গণি ও চাচতো ভাই নাজমুল সংঘবদ্ধভাবে বাড়ির ভেতর এসে আলফাজকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আলফাজকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগেই মারা যান আলফাজ হোসেন।সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, আলফাজকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে হার্টবিট দেখতে দেখতেই তার মৃত্যু হয়।কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান,জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলফাজ হোসেনের দুই চাচিকে আটক করা হয়েছে।অন্য হামলাকারীরা পালিয়েছে।তবে,জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।এছাড়া এঘটনায় কলারোয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।