এম সাঈদ।: শার্শার গোগা কালিয়ানীর মসিয়ার হাজির ঘেরের পাশে জাফর আলীর ধানি জমি থেকে নুরুজ্জামান ওরফে ছোট বাবু (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার মাঝিপাড়া গ্রামের নজর আলীর ছেলে। বুধবার সকাল সাড়ে ৮ টায় শার্শার বাগআঁচড়া পুলিশ ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

তার শরীরে অসংখ্য ধারালো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রহিম হাওলাদার জানান, বুধবার সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে শার্শার গোগা কালিয়ানী মসিয়ার হাজীর ঘেরের পাশে জাফর আলীর ধানি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে অসংখ্য ধারালো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরন করা হয়েছে।