সুনামগঞ্জ জেলার শ্রীরামপুর গ্রামের মৃত : রহম উল্লাহ ছেলে কুতুব উদ্দিন মরন ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করতে গিয়ে তার ভিটে বাড়ি সহায় সম্বল সমস্ত কিছু বিক্রি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে দীর্ঘ দিন চিকিৎসা সেবা নেন ৷ তার বাম পায়ের উরুর মাজ খানে টিউমার ক্যান্সার দিন দিন বড় হয়ে চলেছে ৷ তার চিকিৎসার জন্য ২লক্ষ টাকা প্রয়োজন ৷

এখন তার হাতে কোন টাকা না থাকায় চিকিৎসার জন্য মানুষের কাছে টাকার সাহায্য চেয়ে বেড়াচ্ছে ৷ কুতুব উদ্দিনের সংসারে ছোট ছোট তিনটি ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে ব্যকায়দায় তিনি মানবেতর জীবন যাপন করছে ৷

কুতুব উদ্দিন দেশ ও দেশের বাইরে সকলের কাছে সাহায্য প্রার্থনা করছেন ৷ আপনার একটু দয়ায় বেঁচে যেতে পারে এই তরুন মানুষটির জীবন ও তার অসহায় সংসারটি ৷ সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ কুতুব উদ্দিন , পিতা মৃত : রহম উল্লাহ , গ্রাম : শ্রীরামপুর , ডাক: সাদীপুর ৩০৬০ , উপজেলা দক্ষিন সুনামগঞ্জ, জেলা : সুনামগঞ্জ ৷ বিকাশ নাম্বার: ০১৭৮১-১৬৯ ৭০৫ (মোঃ কুতুব উদ্দিন )