কলারোয়া সাতক্ষীরাঃ প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া থানা অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস’র নেতৃত্বে- পুলিশের একটি দলের পৃথক অভিযানে ৫ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন মন্ডল(৪০) নিজ বাড়ী থেকে গ্রেফতার হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামী(ধৃত)মিলন মন্ডল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আ.সামাদ মন্ডলের ছেলে।

এদিকে-পুলিশের একই দলের পৃথক অভিযান চলাকালীন সময়ে-এসআই (নিঃ)মোঃ রইচ উদ্দিন,এএসআই(নিঃ) শেখ মোস্তাক আহম্মেদসহ সংগীয় ফোর্সের সহযোগীতায়-৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী উপজেলার কাকডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে নূর মোহাম্মদ (২৫) ও কবিরুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম (১৯)কে হেলাতলার দামোদরকাটি স্বশানঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ সাংবাদিকদের বলছে,গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,উভয় আটকৃত আসামিদের মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে আটক করেছে এবং পলাতক আসামীসহ বাকি মাদক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা নং-৫(৮)১৯ রুজু করে (সাতক্ষীরা) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Attachments area