গিনিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ২

আন্তর্জাতিক

গিনির রাজধানীর কাছে সমুদ্রে মঙ্গলবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দু’জন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। দেশটির সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।


সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুই পাইলটের সন্ধানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
এতে আরো বলা হয়, এ দুই পাইলটের পরিবারকে দুর্ঘটনার কথা জানানো হয়েছে।
সামরিক বাহিনী দুর্ঘটনার কারণ জানায়নি। তবে বিগত কয়েকদিন ধরেই রাজধানী কোনাক্রিতে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে।


হোটেলের এক কর্মচারি এএফপি’কে বলেন,কোনাক্রির সরকারি এলাকার নিকটবর্তী সমুদ্রমুখী ওনোমো হোটেলের অদূরে ইকুরাউইল নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এ হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজদের একজনের নাম কর্নেল আবাদুলায়ি দিয়ালো। তিনি গিনির বিমানবাহিনীর একজন প্রশিক্ষক। তিনি ওই হেলিকপ্টারে থাকা অপর কর্মকর্তা সেকৌ কন্দে’কে বিমান চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *