নোবেল বিজয়ী উপন্যাসিক টনি মরিসনের মৃত্যু

আন্তর্জাতিক

আফ্রিকানÑআমেরিকান সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী নারী উপন্যাসিক টনি মরিসন সোমবার রাতে নিউইয়র্কের এক হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
আমেরিকার জনপ্রিয় এই লেখক ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরুস্কার লাভ করেন। ২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে ‘প্রেসিডেন্টসিয়াল মেডেল অব ফ্রিডম’ এওয়ার্ড প্রদান করেন।


মরিসন ১১টি উপন্যাস লিখেছেন। একজন ব্লাক আমেরিকান লেখক হিসেবে গত ছয় দশক ধরে তিনি তাঁর লেখায় জীবনকে গভীরভাবে তুলে ধরেছেন।
মরিসন তাঁর ’বিলাভড’ উপন্যাসের জন্য ১৯৮৮ সালে পুলিৎজার এবং আমেরিকান বুক এওয়ার্ড লাভ করেন। ১৮৬০ -এর দশকে আমেরিকার গৃহযুদ্ধের পরে কেন্টাকি থেকে ওহাইওতে আসা এক স্লেভের জীবন ইতিহাস দিয়ে এই উপন্যাসের শুরু।


মরিসন ১৯৩১ সালের ১৮ ফেব্রুয়ারি ওহাইওতে জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম উপন্যাস ‘দ্য ব্লুয়েস্ট আই’ প্রকাশিত হয় ১৯৭০ সালে। ১৯৭৭ সালে প্রকাশিত ‘সং অব সলোমন’ উপন্যাসের জন্য ‘ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল’ এওয়ার্ড লাভ করেন টনি মরিসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *