কলারোয়ায় বাসের টায়ার ব্লাস্টে-এক কলেজ ছাত্র গুরুতর আহতসহ-স্থানীয় এক দোকানীর ক্ষতি।

সারাদেশ


সরদার কালাম কলারোয়া,সাতক্ষীরা: –
সাতক্ষীরা কলারোয়ার যশোর টু সাতক্ষীরা দ্রুতগামী মহাসড়কের আহলে হাদিস মসজিদ সংলগ্ন এলাকায়-বাসের টায়ার ব্লাস্ট হয়ে সরকারী কলেজের প্রথম বর্ষের এক ছাত্র গুরুতর আহত এবং এক স্থানীয় দোকানীর সামনের গ্লাস ভেঙে ভিতরে ঢুকে পড়ে ক্ষতি হয়েছে।

আহত শহিদুল ইসলাম উপজেলার গনপতিপুর গ্রামের ভ্যান চালক মোঃ ইউনুচ আলীর ছোট ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালের দিকে আহত শহিদুল ইসলাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে আহলে হাদিস মসজিদের নিকটে পৌছানো মাত্র একটি বাস খুলনা মেট্রো জ-১১০০৪৭ সাতক্ষীরা হতে যশোর অভিমুখে যাওয়ার সময় সামনের ডান চাকার টায়ার সজোরে ব্লাস্ট  হওয়া মাত্রই_টায়ার থেকে ভারি রিং বের হয়ে দ্রুত গতিতে শহিদুলের বাম পায়ে সজোরে আঘাত হেনে-পার্শবর্তী সোহেল নামের এক দোকানীর সামনের গ্লাস ভেঙ্গে দোকানের ভিতর ঢুকে পড়ে।এছাড়া,আহত শহিদুল ইসলামের বাম পায়ের হাটুর উপরের হাড় ভেঙ্গে যায়।

স্থানীয়রা সাথে সাথে আহতকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিতে ভর্তি করে এবং চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে যশোর পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।দূর্ঘনার খবর পেয়ে কলারোয়া সরকারী কলেজ ছাত্র-লীগের সভাপতি মোঃ ফাহিম হাসান এবং সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সম্রাট আহত শহিদুলের পাশে থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *