শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ দুই জাপানি নাগরিক আটক

ক্রাইম রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই জাপানি নাগরিকের কাছ থেকে ১২ কেজি ওজনের ৩০ পিস স্বর্ণেরবারসহ তাদেরকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃতরা হলেন তাকিও মিমুরা এবং শুইচি সাতো।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. (ডিজি) সহিদুল ইসলাম আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে মালয়েশিয়া থেকে এয়ার এশিয়া ফ্লাইটের (একে-৭১) বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিমানের যাত্রী জাপানি নাগরিক টাকিও মিমুরা এবং শুইচি সাতোক বিমান থেকে নেমে তড়িঘড়ি করে গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাদেরকে চ্যালেঞ্জ করে।

এসময় তারা স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তাদের লাগেজ স্ক্যানিং করা হয় এবং কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় কোমরের ভেতরে বিশেষভাবে স্কচটেপে লুকানো এসব স্বর্ণ পাওয়া যায় যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
এ ব্যাপারে বুধবার রাতে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *