সরদার কালাম কলারোয়া সাতক্ষীরা ।।
ফিরে যাই চল সবে,মধুর সেই শৈশবে___
দীর্ঘ বছর পর এই স্লোগানে মুখরিত আজ কলারোয়া খোরদো’র প্রাক্তন এস এস সি শিক্ষা বর্ষের সকল ছাত্র-ছাত্রীরা।

সকলকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়ে_উপজেলার খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও সালেহা হক গার্লস-মাধ্যমিকের প্রাক্তন এস এস সি শিক্ষা বর্ষের সকল ছাত্র ছাত্রীদের অবগতী ও বিশেষ সহযোগিতা কামনা করে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান’র শুভ সূচনায় এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।

এ প্রেস ভিজ্ঞপ্তিতে জানানো হয়েছে_আসছে আগামী ১৩ই আগষ্ট মঙ্গলবার সকাল ৯টার দিকে শুরু হয়ে দিনব্যাপী উপজেলা খোরদো’র ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ছাত্রীদের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে-খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য বিশাল এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিতী ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে_প্রথমে সকাল ৯টায় আসন গ্রহণ ও ফুলের শুভেচ্ছা জানিয়ে_ডেঙ্গু প্রতিরোধে সমাজ সচেতনতায় বিশেষ আলোচনার মধ্য দিয়ে পর্যায়ক্রমে অনুষ্ঠানটি দিনব্যাপী চলবে।
এছাড়া,এর অংশ হিসেবে থাকছে_ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা বক্তব্য,স্মৃতিচারণ এবং সর্বশেষ খাবার বিতরণ।
উভয় স্কুলের শিক্ষক ও প্রাক্তন এস এস সি শিক্ষা বর্ষের ছাত্র ছাত্রীদের সতঃস্ফুর্ত সম্মতির এ শুভ সূচনার ঈদ পুনর্মিলনী’র সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করবেন,সালেহা হক গার্লস-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী নির্ন্জন পদ ঘোষ,বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং গার্লস স্কুলের ছাত্রী জিমি।
সর্বশেষ,এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে_সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধুর মিলনে_এ শুভ সূচনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ছাত্র,শিক্ষক ও আমন্ত্রিত সকলের সতঃস্ফুর্ত উপস্থিতি ও সহযোগিতা কামনার কথা।