(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে ৩৮ পিস ইয়াবা ও একটি
প্রাইভেটকারসহ ৬ মাদক সেবিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার
বিকেলে উপজেলার ধরন্দা-ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা

হয়এবং বুধবার তাদের জেল হাজতে প্ররন করা হয়।
আটককৃতরা হলো-বগুড়ার ধুনট উপজেলার বিলচাপি এলাকার
ফারাইজুল হকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক আব্দুল আওয়াল (৩০) মৃত আব্দুস সাত্তারের ছেলে জহুরুল
ইসলাম (২৯), আব্দুল করিম মন্ডলের ছেলে ডাব্লু সরকার (৩০), দুদু
মন্ডলের ছেলে দুলাল মিয়া (২৯), মৃত মোজ্জাম্মেল হকের ছেলে ররিউল
আওয়াল (৪৮), আজিজার রহমানের ছেলে লিখন (২২)।

হাকিমপুর থানা পুলিশের অফিসার ইন-চার্জ আনোয়ার হোসেন
জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্ত্বিতে চলমান মাদক
বিরোধী অভিযানের অংশ হিসেবে হাকিমপুর থানা পুলিশের
একটি দল সীমান্তবর্তী ধরন্দা ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা মোট্রো-গ-১৭-৯৮৬৭
নম্বরের একটি প্রাইভেট কারে ছয় জনকে আটক করা হয়।
আটককৃতদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি,দিনাজপুর
০১৭১৬০০৮৫৯২