হিলি (দিনাজপুর) প্রতিনিদি:
দিনাজপুরের হিলিতে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানায়, আজ শুক্রবার (১৬ই আগস্ট) রাত ৮ টার দিকে পৌর এলাকার পালপাড়া-বৈগ্রাম সকড়ের খ্রীষ্টান গীর্জা সংলগ্ন একটি ব্রীজের নীচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করে।
ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য আগামীকাল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
