ইউক্রেনে হোটেলে আগুন ॥ ৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক

ইউক্রেনের বন্দর নগরী ওদেসায় টোকিও স্টার হোটেলে শনিবার আগুন লেগে আট জনের প্রাণহানি এবং আরো ১০ জন আহত হয়েছে। জরুরি সংস্থার খবরে এ কথা বলা হয়।


আগুন লাগার ঘন্টা তিনেকের মধ্যেই অগ্নিনির্বাপক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জরুরি সংস্থার এক বিবৃতিতে বলা হয়, আগুনে আট জনের প্রাণহানি এবং ১০ জন আহত হয়েছে।
ওদেসা কর্তৃপক্ষ বলছে, ওই এলাকা থেকে প্রায় দেড়শো লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
আগুন লাগার কারণ জানতে এবং আগুন নিরাপত্তা আইন লংঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ফৌজদারী তদন্ত শুরু করেছে।


ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে ওদেসার অবস্থান। কৃষ্ণসাগর তীরবর্তী শহরটি পর্যটকদের জন্যে আকর্ষণীয় স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *