রাশিয়ায় বিরোধীদের নতুন বিক্ষোভ

আন্তর্জাতিক



রাশিয়ার রাজধানী মস্কোয় শনিবার বিরোধী পক্ষ বড়ো ধরনের বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছে। গত একমাস আগে স্থানীয় নির্বাচনে নিষিদ্ধ হওয়ার পর থেকে বিরোধীদল প্রতি শনিবার বিক্ষোভ সমাবেশ করছে। কিন্তু সর্বশেষ এই বিক্ষোভে লাখ লাখ লোক অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।


এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। বিক্ষোভ শুরুর পর থেকে তারা এ পর্যন্ত প্রায় তিন হাজার লোককে আটক করেছে। এদের মধ্যে ক্রেমলিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিসহ উল্লেখযোগ্য বিরোধী সদস্য রয়েছেন। এর আগের বিক্ষোভকালে পুলিশ বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালায় এবং নির্বিচারে গ্রেফতার করে।
এদিকে বিরোধীদের মাসব্যাপী বিক্ষোভের বিষয়ে চলতি সপ্তাহে সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানানো হয়েছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যারা রাজনৈতিক সংকট সৃষ্টি করছে তাদের সাথে আমরা একমত নই।


তিনি বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন পীড়নকে পুরো মাত্রায় সমর্থন করেন।
এছাড়া বিক্ষোভকারীদের উস্কানো ও সমর্থন দেয়ার জন্য মস্কো বিদেশী সরকার ও সংবাদমাধ্যমকে দায়ী করেছে। একইসঙ্গে সরকার বিরোধীদের ওপর তীব্র চাপ তৈরি করেছে। সরকার নাভালিনির দুর্নীতি দমন ফাউন্ডেশনে অভিযান চালিয়েছে এবং আদালত সংস্থাটির একাউন্ট জব্দ করেছে।
উল্লেখ্য সংস্থাটি পুতিনের ঘনিষ্ঠদের দুর্নীতি নিয়ে তথ্য প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *