মোঃ লিখন হোসাইন,লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটে প্রেমিকার বার্তায় দেখা করতে যেয়ে মাসুদ রানা সোহেল (২৯) নামে এক প্রেমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (১৮ আগস্ট) দুপুরে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃত মাসুদ রানা সোহেল লালমনিরহাট পৌরসভার টেলিফোন ভবন এলাকার আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ রানা সোহেলের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকার আতিয়ার রহমানের মেয়ে আশামনির (১৫)। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে প্রেমিকার ডাকে তার সাথে দেখা করতে যান সোহেল।
বিষয়টি জানতে পেরে মেয়েটির স্বজনেরা মারপিট করে ছেড়ে দেয়।
গত শনিবার (১৭ আগস্ট) রাতে হঠাৎ বেশি অসুস্থ হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

রংপুর মেডিকেলে চিকিৎসাধিন অবস্থায় রোববার (১৮ আগস্ট) সকালে মারা গেলে সোহেলের মরদেহ বাড়িতে নেন স্বজনরা।
খবর পেয়ে রোববার (১৮ আগস্ট) দুপুরে বাড়িতে সোহেলের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃত সোহেলের বাবা আইয়ুব আলী বলেন, বেধম মারপিটের কারনে বুকে প্রচন্ড আঘাত পান,শনিবার রাতে নাকে মুখে রক্ত আসলে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্য হয়। আইয়ুব আলী বলেন,সোহেল কে হত্যা করা হয়েছে। বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট এলে মৃত্যুর কারন জানা যাবে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।Attachments area