আলিম পরীক্ষায় হাকিমপুরে সাফল্যে সেরা প্রতিষ্ঠান ছাতনী রাউতারা জে.এম ফযিল মাদ্রাসা

শিক্ষা


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরের ঐতিহ্যবাহী ছাতনী রাউতারা জে.এম ফযিল
মাদ্রাসা এবারের আলিশ পরিক্ষায় সাফল্যে সেরা হয়েছে।
মাদরাসা শিক্ষাবোর্ডে অধীনে পরিচালিত আলীম পরীক্ষার ফলাফলে উপজেলায় মোট পাশের হার ৯৪.৩৩ %। জিপিএ-৫ ফাইভ পায়নি কেউ। এবারে আলিম পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ২৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে সবাই পাশ করে। এ গ্রেড পেয়েছে ৯ জন, এ মাইনাস পেয়েছে ৮ জন, বি গ্রেড পেয়েছে ৫ জন, সি গ্রেড পেয়েছে ৫ জন।

শতভাগ ফলাফল অর্জনকারী এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্র-ছাত্রীরা দাখিলের পর এবারে আলীম পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করেছে। সেই সাথে ২০১৮ সালের জেডিসি পরীক্ষায় এ উপজেলাকে ১ টি মাত্র গোল্ডেন এ প্লাস পেয়েছে। সেটিও আমাদের মাদ্রাসার ছাত্র অর্জন করেছে। তাছাড়াও উপজেলা পর্যায়ে মেধা অন্বেষন প্রতিযোগীতায় আমাদের মাদ্রাসায় প্রথম স্থান অধিকার করেন।

এই সাফল্য অর্জন করায় গভনিংবাডির সভাপতি মো. জামিল হোসেন চলন্ত বলেন, গভনিংবাডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সকলের সহযোগীতায় এ সাফল্য অর্জন হয়েছে, সেজন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *