কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

গ্রাম বাংলা


অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম
কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌর এলাকা
বানুরখামার মোড়ে দুরপাল্লার বাসের ধাক্কায় এক শিশু নিহত
হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম
রায়হান আলী। সে পৌর এলাকার বানুরখামার গ্রামের শহিদুল
ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় অনিন্দ্য
পরিবহন নামে ময়মনসিংহগামী দুরপাল্লার একটি বাস এসে
চাপা দিলে ঘটনস্থলে রায়হানের মৃত্যু ঘটে।
নাগেশ্বরী থানার অফিসার (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল জানান, এ ঘটনায়
নাগেশ্বরী থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *