হিলিতে ”আমার বাড়ি আমার খামার প্রকল্পের” উপকারভোগীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

গ্রাম বাংলা

হিলি (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর হিলিতে ”আমার বাড়ি আমার খামার প্রকল্পের
উপকারভোগীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের আয়োজনে
আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার পাউশগাড়া গ্রাম উন্নয়ন
সমিতির কার্যালয়ের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের
সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা
প্রসাশক মাহমুদুল আলম।


এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,
ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন,হাকিমপুর থানার অফিসার
ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গ্রামীন জনপদের জীবনমান উন্নয়নে মাননীয়
প্রধানমন্ত্রির কার্যালয়ের কয়েকটি প্রকল্পের মধ্যে ”আমার বাড়ি
আমার খামার প্রকল্প অন্যতম।এই প্রকল্প থেকে গ্রামের নারী পুরুষকে
ঋন নিয়ে হাস মুরগির খামার, গবাদি পশুপালনসহ নানা কার্যক্রম
গ্রহন করে নিজেদের জীবনমান উন্নয়ন ও স্বয়ংসম্পর্ন হিসেবে
গড়ে তোলার আহবান জানানো হয়। এছাড়াও এই প্রকল্প থেকে ঋন
নিয়ে উপকারভোগীদের নানা রকম সুবিধা অসুবিধার কথাও
শোনেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *