পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে ও আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ২২/০৮/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ)/মনিরুজ্জামান খান এর নেতৃত্বে জয়দেবপুর থানাধীন কাইঞ্জানুল সাকিনন্থ জয়নার দোকানের ভিতর অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১। মোঃ জহিরুল ইসলাম (২৮), পিতা-মোঃ আর্শেদ তালুকদার, সাং-মোস্তফাপুর, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, এ/পি-সাং-কাইঞ্জানুল (আনোয়ারের বাড়ীর ভাড়াটিয়া), ২। ইউসুফ মল্লিক (২৭), পিতা-আক্কেল আলী, সাং-মুন্সির তালুক, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, ৩। মোঃ রিয়াজ (১৯), পিতা-মোঃ জাহাঙ্গীর হাওলাদার, সাং-থানা-বানুরিপাড়া, জেলা-বরিশাল, ৪। মোঃ আবুল খান (৪০), পিতা-মোঃ রস্তম আলী, সাং-বাজিগর খন্ড, থানা-মংলা, জেলা-বাগেরহাট, (২,৩,৪ এর এ/পি-সাং-বাহাদুরপুর (বাবুল এর ধানের খল্লা), ৫। মোঃ মাসুম (২৬), পিতা-মোঃ আঃ জব্বার, সাং-ডহরপাড়া, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা, এ/পি-সাং-কাইঞ্জানুল (খলিলের বাড়ীর ভাড়াটিয়া), ৬। মোঃ বাবুল (৪৫), পিতা-লাভলু মিয়া, সাং-কাইঞ্জানুল, সর্ব, থানা-জয়দেবপুর, জেলা- গাজীপুরদেরকে কেরাম বোর্ড ও টাকা দিয়া জুয়া খেলারত অবস্থায় পাইয়া গ্রেফতার করে। এই সংক্রান্তে এসআই(নিঃ)/কবির উদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন নং-৯৯/১৯, তারিখ-২৩/০৮/২০১৯ খ্রিঃ দায়েকরেন
