নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃঞ্চের
জন্মষ্টমী পালন করা হয়েছে । সকাল ১১ টায় আত্রাই সাহেব গঞ্চ পাল পাড়া মন্দির থেকে একটি আনন্দ শোভা যাত্রা বের করা হয় । র্যালীতে সকাল ১১টায় সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন দূর্গামাতা মন্দির থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মন্দির এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম ও হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত।

র্যালীতে আটশতাধিক নারী পুরুষ অংশ নেয় । র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা জন্মষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ পাল, সাধারন সম্পাদক ও আত্রাই উপজেলা হিন্দু, বৌদ্ধ,খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, সাধারন সম্পাদক অমরেন্দ্র নাথ সাহা। আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই- রাীনগর এলাকার সংসদ সদস্য ইসরাফিল আলম।

বিশেষ অতিথি হিসেবে আত্রাই উপজেলা হিন্দু, বৌদ্ধ,খৃস্টান ঐক্য পরিষদের ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, আত্রাই থানা অফিসার ইনচার্জ মসলেম
উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধার সম্পাদক চৌধুরীগোলাম মোস্তফা বাদল।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী, মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাস,আত্রাই
উপজেলা হিন্দু, বৌদ্ধ,খৃস্টান ঐক্য পরিষদেরয়ুগ্ন- সম্পাদকবিমান কুমার সাহা, সাংগনিক সম্পাদক অজিত কুমার হালদার, সহ-অর্থ সম্পাদক প্রানবন্ধু পাল,মহিলা সম্পাদক সরস্বতী কর্মকার, সবিরানী দাস প্রমূখ #