বঙ্গবন্ধু কৃষিপদকে এমপি আফিল ভূষিত হওয়ায় বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের অভিনন্দন

সারাদেশ

এম সাঈদ।।
কৃষি ক্ষেত্রে অনন্য অবদান রেখে শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদকে ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, যুগ্ন-সাধারণ সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, যুবলীগ নেতা মহিদুল ইসলাম, রিয়াজ পারভেজ টিটু, ফারুক হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টি ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান অপু।

উল্লেখ্য গবাদি পশু, হাঁস মুরগি ও মাছ চাষের মাধ্যমে কৃষিতে অন্যন্য অবদান রেখে চলেছেন শার্শার সংসদ সদস্য শিল্পপতি শেখ আফিল উদ্দিন। কৃষি ক্ষেত্রে তার এই অনন্য অবদান রাখায় বৃহস্পতিবার কৃষিক্ষেত্রের সর্বোচ্চ সম্মান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তার হাতে ক্রেস্ট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *