উপজাতীয় সংঘর্ষ বন্ধে সুদানের পূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক

সুদানের পূর্বাঞ্চলীয় একটি রাজ্যে উপজাতি গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়া ব্যাপক সংঘর্ষ বন্ধে রোববার জরুরি অবস্থা জারি করে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ এ খবর জানায়। খবর এএফপি’র।
রেড সী রাজ্যের রাজধানী পোর্ট সুদানে উপজাতি গোষ্ঠী বনি আমের ও নুবার মধ্যে বুধবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


সুদান পুলিশ জানায়, সেখানে এ সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। সংঘর্ষ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
তবে কি কারণে এ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে তা জানা যায়নি।
সুদানের অন্তর্বর্তী ক্ষমতাসিন কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘কার্যকরি পরিষদ রেড সী’র শাসক এবং তাদের নিরাপত্তা প্রধানকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
পরিষদ রেড সী রাজ্যে জরুরি অবস্থা কার্যকর করার এবং এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
সুদানের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দেশটির পশ্চিমের দারফুর অঞ্চলে উপজাতি গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *