নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ
ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান আশরাফ আলীর বিরুদ্ধে
অনিয়ম-দূনীতির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন
পরিষদের সদস্যসহ এলাকাবাসী। গত শনিবার ওই মানববন্ধন
কর্মসূচি মান্দার জোতবাজার চৌরাস্তার মোড়ে পালন করা হয়।

মানববন্ধন শেষে জোত বাজার মোড়ে ১০নংনুরুল্যাবাদ ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি প্রবোধ কুমার ভুলুর সভাপতিত্বে
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ১০নংনুরুল্যাবাদ ইউনিয়নের ইউপি
সাবেক সদস্য আকবর হোসেন প্রামানিক,ইউপি সদস্য আহসান
আলী আছের, খুরশেদ আলম শিলাল,তোফাজ্জল হোসেন, মসলেম উদ্দিন
প্রমূখ।
পরে ইউপি চেয়ারম্যান আশরাফ আলীর অপসরণের দাবিতে ইউপি
সদস্যরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)
বরাবরে স্মারক লিপি দেন। #