হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার পল্লীতে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক সাগর মিয়া কলা (২০) কে আটক করেছে পুলিশ। সাগর মিয়া জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল করিম জানান, ধর্ষনের শিকার ৬ বছরের শিশু কন্যাটি উপজেলার দক্ষিন জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।

রোববার দুপুরে ওই শিশুটি স্কুল ছুটির পর বাড়ী বাহিরে খেলতে গেলে সাগর মিয়া তাকে ফুসলিয়ে বাড়ীর পার্শ্বে কচু ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে।
এ ব্যাপারে ধর্ষনের শিকার শিশুটির মা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে সাগর মিয়ার বিরুদ্ধে রোববার রাতে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন। আজ সোমবার সকালে সাগর মিয়াকে তার নিজ বাড়ীকে আটক করা হয়েছে।