হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে ডেঙ্গু প্রতিরোধে জনগনকে সচেতন করতে
জনসচেতনতামুলক লিফলেট বিতরন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপি।

আজ রবিবার সকালে উপজেলা ও পৌরবিএনপির নেতৃত্বে একটি
টিম হিলি বাজার, চেকপোষ্ট, চারমাথাসহ বিভিন্ন দোকানে ও
জনগনের মাঝে জনসচেতনতামুলক লিফলেট বিতরন করেন। এসময়
সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী ও মহিলা ভাইসচেয়ারম্যান
পারুল নাহার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস
হোসেন, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পিসহ অনেকে।
লিফলেটে বাসা বাড়িতে ফুলের টব, এসি ও ফ্রিজের তলায়, পরিত্যাক্ত
টায়ার, প্লাষ্টিকের পাত্র, ডাবের খোসায় পানি জমে যেন এডিস
মশা ডিম পারতে না পারে সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা
বলা হয়েছে। সেই সাথে লিফলেটে বিএনপি চেয়ারপার্সন বেগম
খালেদা জিয়ার মুক্তিও দাবী করা হয়।