এম সাঈদ, বেনাপোল/ শার্শা।।
শার্শার বাগআঁচড়ার ১ নং কলোনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে বাগআঁচড়ার ১নং কলোনীতে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান ও শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাজআলী মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বস, যুগ্ন-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মেম্বর, মতি মেম্বর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, যবুলীগ নেতা মহিদুল ইসলাম, টিটু, ফারুক হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহদী হাসান অপু।