এম সাঈদ, বেনাপোল/ শার্শা।।
যশোরের শার্শার বাগআঁচড়া ছিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার কৃতি শিক্ষর্থীদের সংবর্ধনা প্রদান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক লিয়াকত আলীর বিদায় অনুষ্ঠান ও আলিম ১ম বর্ষ ছাত্র/ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগআঁচড়া ছিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
বাগআঁচড়া ছিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রার অধ্যক্ষ মাওলানা ফসিয়ার রহমানের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক রেজাউল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা রবিউল হোসেন সরদার, চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, বাঁকুড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন, বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব রবিউল হোসেন, অধ্যাপক আতিয়ার রহমান, হাফেজ মাওলানা খাইরুল আলম,
আলহাজ্ব হযরত আলী, জালাল আকরম ও সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।