হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর
হিলি স্থলবন্দর কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় সংলগ্ন হিলি বন্দর
কেন্দ্রের এজেন্ট রাবেয়া ইন্টারন্যাশন্যালের দ্বিতল ভবনে হাকিমপুর
উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ ও ইসলামি ব্যাংকের
রংপুর জোনের হেড একে এম পেয়ার আহম্মেদ ফিতা কেটে
কার্যক্রমের উদ্বোধন করেন।
ইসলামি ব্যাংকের রংপুর জোনের হেড একে এম পেয়ার আহম্মেদের
সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জামিল হোসেন
চলন্ত, ইসলামি ব্যাংক বিরামপুর শাখা প্রধান মোজাহারুল ইসলাম,
হিলি মাদ্রাসার মুহতামিম শামছুল হুদা, ইসলামি ব্যাংক এজেন্ট
ব্যাংকিং হিলি বন্দর এজেন্ট রায়হান ইসলামসহ অনেকে।
সভায় বক্তারা ব্যাংকিং সেবা শহর থেকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে
দেওয়ার জন্য এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে
বলে জানানো হয়। পরে এ উপলক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।
