নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাবুল হোসেন (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত অনুমান ১ টায় বাংলাদেশ ভারত সীমান্তে এ ঘটনা ঘটে। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ মুটোফোনে ঘটনার বিষয়টি নিচ্ছিত করেন।বাবুল হোসেন (২২) উপজেলার পশ্চিম ছাতনাই কালীগঞ্জ এলাকার নুর মোহাম্মদের ছেলে।গোপন সূত্রে জানা যায়, গরু চোরাচালান করতে বাবুলসহ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করেছিলেন।
বাবুল ও ০৩ সেপ্টেম্বর রাত ১ টার দিকে সীমান্ত এলাকায় বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করার সময় বিএসএফের সদস্যরা গুলি চালায়।
এতে ঘটনাস্থলে বাবুল হোসেনের মৃত্যু হয় এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। এব্যাপারে পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খাঁনকে মুটোফোনে যোগাযোগ করতে না পারায় বিষয়টি অজানায় থাকলো।