হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে অগ্নিকান্ড ও গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের
মতো ঘটনা কমাতে ও অগ্নিকান্ড রোধে আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীকে অগ্নিনির্বাপনের বিভিন্ন পদ্ধতি
সম্পর্কে প্রশিক্ষন দেওয়া হয়েছে।
হিলি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে আজ
মঙ্গলবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই
প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৫০জন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী ও পুরুষ সদস্যগন
অংশগ্রহন করেন।
হিলি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মিজানুর
রহমান জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাসাবাড়িতে
গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে হতাহতের ঘটনা ঘটছে। এ থেকে মুক্ত
থাকতে ও সিলিন্ডার বিষ্ফোরনের ঝুকি কমাতে ও অগ্নিকান্ডের
মতো ঘটনা রোধে অগ্নিনির্বাপনের প্রাথমিক বিষয়গুলো
সম্পর্কে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষন
দেওয়া হয়েছে। এতে করে তারা অগ্নিকান্ড ও গ্যাস সিলিন্ডার
বিষ্ফোরন সম্পর্কে গ্রামের মানুষদের সচেতন করবেন। সেই সাথে
তারা এগুলো রোধেও প্রাথমিক কাজ করতে পারবেন।
