হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪শ পিচ ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ বুধবার বিকেল ৩ টায় উপজেলার বোয়ালদার ইউনিয়নের বড়চড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই আমির সোহেল সঙ্গীয় র্ফোস সহ বোয়ালদার ইউনিয়নে বড়চড়া গ্রামে অভিযান চালিয়ে রাজু মিয়া ও মাসুদ রানা নামের দুই যুবককে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে চারটি সাদা প্লাষ্টিকে প্যাকেট থেকে ৪শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে রাজু মিয়া (২৬) এবং নওপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মাসুদ রানা (২৫)।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন