ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৩ জন নিহত

আন্তর্জাতিক

ভারতের পাঞ্জাবের বাতালা শহরে বুধবার আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে মিডিয়ার খবরে বলা হয়, গতকাল বিকেল ৪টার দিকে এই বিস্ফোরণ ঘটে।এতে পাশের ভবনগুলোর ক্ষতি হয়েছে এবং এতে ২শ’ মিটারের মধ্যে আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনার জানালা ভেঙ্গে গেছে ।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে পুলিশের মহাপরিদর্শক সুরিন্দার পাল সিং পারমার নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলের কাছ দিয়ে এক বয়স্ক মহিলা এবং তার নাতি যাচ্ছিলেন, নিহতদের মধ্যে তারাও রয়েছেন।
২০১৭ সালের ২১ জানুয়ারি কারখানাটিতে একই ধরনের দুর্ঘটনা ঘটে, এতে এক ব্যক্তি নিহত ও অপর তিনজন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *