গাজীপুর জেলা শাখার ডিজিটাল পোস্ট অফিসের ইডি কর্মচারীগণের স্মারক লিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সারাদেশ

গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুর জেলা শাখার ডিজিটাল পোস্ট অফিসের ইডি কর্মচারীগণের স্মারক লিপি প্রদান উপলক্ষে গত ০৪/০৯/২০১৯ইং গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় গাজীপুর জেলা শাখার প্রধান ডাকঘর ১৭০০ এর মিলনায়তনের ভবনে পোস্ট অফিসের ইডি কর্মচারীদের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শাখার সভাপতি ধীরেন্দ্র নারায়ণ বিশ্বাস। বক্তরা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার মহোদয়ের কাছে গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করেন। উল্লেখ্য থাকে যে, ডিজিটাল পোস্ট অফিসের ইডি কর্মচারীদের বিদ্যমান সম্মানী ভাতা ৩ গুন বৃদ্ধি করতে হবে। ডিজিটাল পোস্ট অফিস চালু রাখার এবং ডাক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কর্তৃপক্ষের নিকট ইউনিয়নের দাবীকৃত ১৭ দফা প্রস্তাব কার্যকর করতে হবে। কেন্দ্রীয় কমিটি কর্তৃক সরকারের নিকট পেশকৃত ইডি কর্মচারীদের ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ নিয়ে এই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পোষ্টার ইডি কর্মচারী ইউনিয় গাজীপুর জেলা শাখা। এতে আরও উপস্থিত ছিলেন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *