নওগাঁয় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে লালনসন্ধ্যা’র আয়োজন

বিনোদন


নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে
লালনসন্ধ্যার আয়োজন করা হয়। শুক্রবার রাতে ড্যাফোডিলস প্রি-ক্যাডেট
এন্ড কিন্ডারগার্টেন স্কুল চত্বরে অঅয়োজিত লালন সন্ধ্যায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র বিদায়ী পুলিশ সুপার মোঃ
ইকবাল হোসেন পিপিএম।
প্রধমআলো বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে
আয়োজিত এ উপলক্ষে এক আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ
সুপারের পতœী সরকারের উপ-সচিব মাহফুজা আকতার।
এ সময় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সংগঠনের
উপদেষ্টাদের মধ্যে রানীনগর শের-ই-বাংলা কলেজের অধ্যক্ষ মোফাখ্ধসঢ়;খার
হোসেন খান পথিক, সজল চৌধুরী, রোটারিয়ান চন্দন দেব, প্রথম
আলো’র নওগাঁ প্রতিনিধি ওমর ফারুকসহ সংগঠনের সর্বস্তরের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নওগাঁ বাউলের শিল্পীরা লালন গীতি পরিবশেন করেন। যাঁরা লালনগীতি
পরিবশেন করেন তাঁরা হলেন রিজভী, এনামুল হোসেন, মোঃ কায়েস
উদ্দিনসহ অন্যরা।#
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *