অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম
কুড়িগ্রামে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় এর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি উৎপল কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এস.এম. ছানালাল বকসী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উপ-পরিচালক মদন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বাবু সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক বাবু রবি বোস, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু প্রমুখ। কর্মশালায় হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
প্রধান অতিথি রঞ্জিত কুমার দাস বলেন, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গড়ে তুলতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। সেই সাথে ধর্ম চর্চাও জরুরি।
