গাজীপুরের ধীরাশ্রমে মাইওয়ানের মিনিষ্টার ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ আগুন –

সারাদেশ

গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের ধীরাশ্রমে মাইওয়ানের মিনিষ্টার ইলেকট্রনিক্সের কারখানায়  ভয়াবহ আগুন লেগেছে ৷
স্থানীয়ারা জানায় ,শুক্রবার ১৩সেপ্টম্বর আনুমানিক সকাল ৭ টার দিকে ভবনটির ছয়তলায় আগুন লাগে ৷ খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ফায়র সার্ভিসের দুটি ইউনিট ৷ পরে আরও ১৩টি ইউনিট আনা হয় ৷ এখন পর্যন্থ ভেতরে কেউ আটকে পড়ার খবর পাওয়া যায়নি ৷ এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *