স্টাফ রিপোর্টার: দেশের সুনামধন্য সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে ডিগ্রী ২০১৩-১৪ ব্যাচের সেশনজট দেখা দেয়। ডিগ্রী ২০১৩-১৪ ব্যাচের ৩য় বর্ষের পরীক্ষা ২০১৬ সালে হবার কথা থাকলেও শেষ পর্যন্ত ২০১৮ এর শেষের দিকে শেষ হয়।তীব্র সেশনজটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হয়েছে।তাদের ১ম ও ২য় বর্ষের রেজাল্ট খুব ভাল ভাল ছিল। সরেজমিনে দেখা যায়, তাদের সাথে থাকা ২০১৩-১৪ ব্যাচের ডিগ্রী ৩য় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট ২০১৮ সালের প্রথম দিকে পেয়ে বর্তমানে মাস্টার্স শেষের পথে। এরপর রেজাল্ট প্রকাশের বিড়ম্বনায় দীর্ঘ নয় মাস কেটে যায়। সরকারি সাত কলেজের মেধাবী শিক্ষার্থীরা বলেন,তাদের ২০১৩-১৪ ব্যাচের ফলাফল তাদের কাছে আশানুরূপ নয়। ডিগ্রী বিবিএস পাস ২০১৩-১৪ ব্যাচের পাশের হার ১৮.১৫%, বিএসএসের ২৫.৩০%, এবং বিএসসির ১২.০৯%,বিএ এর ২৫.৯৮%। এমন হতাশাজনক রেজাল্ট সাধারণ ছাত্র ছাত্রীরা মেনে নিতে পারছে না। যেখানে দেশের শিক্ষার হার বাড়ে সেখানে ঢাবির অধিভুক্ত সুনামধন্য সরকারি সাত কলেজের শিক্ষার হার কমে। জানা যায়, এ ব্যাপারে মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের দপ্তরে গত ৮/৯/২০১৯ ইং তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ডিগ্রী ২০১৩-১৪ ব্যাচের শিক্ষার্থীরা রেজাল্ট পুনঃ বিবেচনার জন্য ফরিয়াদ জানিয়ে একটি লিখিত দরখাস্ত দেন। সাধারণ শিক্ষার্থীরা প্রতিবেদককে বলেন, আমরা ছাত্র ছাত্রীরা ভবিষ্যৎ এর সূর্য সন্তান। মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় আমাদের প্রতি সজাগ দৃষ্টি দিলে এর দ্রুত সমাধান সম্ভব।
