ডেঙ্গু মশা প্রতিরোধে জনসচেতনতা ও কার্যকর পদক্ষেপ বিষয়ক আলোচনা সভায় বক্তারা নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।
বক্তাগণ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ডেঙ্গু মশার প্রজনন বন্ধ করতে ঘরের ভেতরে ও আশপাশে কোথাও পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে।
নবাবপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন আজ নবাবপুরে বামমা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে মশারী ও পরিস্কার পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই পরিচালক খন্দকার মইনুর রহমান জুয়েল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম নাসির উদ্দিন।
ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু,সংগঠনের কর্মকর্তা শহিদ মোহাম্মদ শহিদুল্লাহ, নকীব শামীম ও জালাল আহমেদ নান্টু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
