শার্শা পল্লীতে কৃষক আরশাফের বাড়িতে ফেনসিডিল রেখে হয়রানি করার অভিযোগ

ক্রাইম রিপোর্ট

এম সাঈদ, বেনাপোল / শার্শা ।।
শার্শার পল্লীতে আরশাফ আলী ( ৪৫) নামের এক কৃষককের বাড়িতে ফেনসিডিল রেখে মাদক ব্যবসায়ী বলে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোগাবিলপাড়া গ্রামে। জানাগেছে, যশোরের শার্শা উপজেলার গোগাবিলপাড়া গ্রামের মেম্বর মিজানুর রহমান সম্প্রতি সরকারি রাস্তার ইট আত্মসাৎ করে নিজের বাড়িতে রাখে। মিজান মেম্বরের বাড়িতে রাস্তার ইট রাখার সংবাদটি একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আরশাফ আলী সাংবাদিক সহ সকলকে জানিয়ে দিলে মেম্বর মিজান ও তার লোকজন তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এসময় আরশাফ আলী তার জানমাল ও সম্মানের ক্ষতি হওয়ার আশংঙ্কায় শার্শা থানার একটি সাধারণ ডায়েরী  ( জি ডি ) করে। এরই জের ধরে শুক্রবার আরশাফ আলীর বাড়ির ভাংগাচুরা রান্না ঘরে ৩ বোতল ফেনসিডিল রেখে আসে মিজান মেম্বরের ক্যাডাররা। পরে তারা আরশাফ আলীর বাড়িতে ফেনসিডিল আছে বলে শার্শা থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক ছিদ্দিক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এসে কৃষক আরশাফ আলীর ভাংগাচুরা রান্না ঘরে তল্লাশি চালিয়ে ৩ বোতল ফেনসিডিল জব্দ করে তাকে আটক করে শার্শা থানায় নিয়ে যায়। নিরহ কৃষক আরশাফ আলী ফেনসিডিল সহ আটক হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার রাতেই তারা থানায় যেয়ে মেম্বর মিজানের চক্রান্তের বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবহতি করে। এ সময় শার্শা থানার ওসি আতাউর রহমান পুলিশের উর্ধতন কর্মকর্তাদের জানিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করলে কৃষক আরশাফ আলী নির্দোষ প্রমানিত হয়। পুলিশ ঐ রাতেই স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদের জিম্মায় আরশাফ আলীকে ছেড়ে দেয়। তবে এই মাদকের মূল মালিক কে বা কোন সোর্স এই ফেনসিডিল রেখে পুলিশের মাধ্যমে আরশাফ আলীকে হয়রানি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তা জানায়নি। বিষয়টি নিয়ে গোগা বিলপাড়ার মেম্বর মিজানুর রহমান বলেন ফেনসিডিল সহ আরশাফকে পুলিশ ধরেছে শুনেছি। তবে ফেনসিডিল রাখার বিষয়ে আমি কিছু জানিনা। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, কোন নিরহ মানুষ জেল খাটবে তা আমি কখনোই চাই না। তাই উর্ধতন কর্মকর্তাদের জানিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে কৃষক আরশাফ আলী নির্দোষ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *