আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পদের নির্বাচন

সারাদেশ

১৪ই সেপ্টেম্বর, ২০১৯ ইং রোজ শনিবার বিকাল ৫ ঘটিকার সময় আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা  লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক তমিজ মার্কেট স্কাইচ টাচ টাওয়ারে সংস্থার ৩৩ জন সদস্যের মধ্যে ২৯ জন সদস্যের উপস্থিতে গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। নির্বাচনে জনাব নাঈম উদ্দিন সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ভোট গননা শেষে কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ৩৩ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। উক্ত নির্বানে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি এডভোকেট হাছান আল মাহমুদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুবুর রশিদ সুমন। উক্ত নির্বাচনের ব্যাপারে সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব এস.এম নজরুল ইসলাম সাহেবের পূর্ণ সম্মতিক্রমে নির্বাচন সম্পূর্ণ হয়। পরে নবগঠিত কমিটির সকল সদস্যদের নিয়ে সভাপতি ও সাধারন সম্পাদক লক্ষ্মীপুর সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে আপ্যায়নের ব্যবস্থা করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *