প্রতিবেদন -১ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণঅতি জরুরী ভিত্তিতে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য এলাকাবাসীর ফরিয়াদ

সারাদেশ

রাহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ  নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের  ৪ নং ও ৫ নং ওয়ার্ডের  মাতুয়াইল ও শ্যামপুর ডিপিডিসি  আওতাধীন ওয়ায়েসকরণী আদর্শনগর সাদাতিয়া জামে মসজিদের  দক্ষিণ-পশ্চিমে খোকনের চা দোকানের শেষ পোল থেকে দক্ষিণে আব্দুল হামিদ মিয়া মাস্টার  বাড়ি হয়ে হাজী ইঞ্জিনিয়ার আহাম্মদ হোসেন  ও আবুল বাশার মাস্টার বাড়ি পর্যন্ত  পাকা রাস্তার পশ্চিম ও পূর্বে বহু বাড়ির মালিক বৈদ্যুতিক স্থাপনের লাইন ও  পোল (খুঁটির) অভাবের প্রয়োজনীয়তায় বিভিন্ন সমস্যায় জর্জরিত।এলাকায় অতি জরুরী ভিত্তিতে বৈদ্যুতিক খুঁটি স্থাপন প্রয়োজন। জানা যায়, এই এলাকায় বারটি খুঁটি একান্ত প্রয়োজন।  সৱেজমিনে দেখা যায়, খুঁটি না থাকায় একটু ঝরে বাতাসে তার ছিড়ে যায়।  ভীষণ দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। বাঁশ দিয়ে বেশিরভাগ লাইন  টানা।  এছাড়া অনেক দূরে খুঁটি যার ফলে প্রায় সময় বিদ্যুৎ না থাকলে অন্ধকারে তার চুরি হয়ে যায়।এতে করে  গ্রাহক বৃন্দের আর্থিক ক্ষতি হয়ে থাকে।  খোকনের দোকানের  পার্শ্ব খুঁটি থেকে নূরবাগ ব্রিজ পর্যন্ত  আনুমানিক ৯০০ ফুট দীর্ঘ।  অপরদিকে খোকনের চা দোকান  পার্শ্ব খুঁটি থেকে আব্দুল মান্নান আজাদের  প্লট পর্যন্ত আনুমানিক ৪০০ ফুট দীর্ঘ।  যেখানে কোনো বৈদ্যুতিক খুঁটি নেই।  এলাকাবাসী প্রতিবেদককে বলেন,  বর্তমানে গ্যাস লাইন চালু  হওয়াতে দিন দিন নতুন বাড়িঘর নির্মাণ হচ্ছে এতে করে  গ্রাহক চাহিদা বৃদ্ধি পাচ্ছে।  খুঁটি না থাকায় অনেক  বাড়ি নতুন সংযোগের আওতা বহির্ভূত। আমরা এর দ্রুত সমাধান চাই। এই এলাকার প্রবীণ শিক্ষক আব্দুল হামিদ মাস্টার বলেন,  অত্র এলাকার ওয়ায়েসকরণী আদর্শনগর উচ্চ  বিদ্যালয়ের শিক্ষার্থীদের  বৈদ্যুতিক খুঁটি না থাকায় রাস্তা চলাচলে সর্তকতা অবলম্বন করতে হয়।  এই এলাকার স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাপক ক্ষতি হচ্ছে। খুঁটি  বা  পোল না থাকায় যেকোনো সময় চরম দুর্ঘটনা   ঘটতে পারে।  এ ব্যাপারে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান জননেতা বিশিষ্ট সমাজসেবক, দানবীর, গরিবের বন্ধু নামে পরিচিত আলহাজ্ব মনিরুল আলম সেন্টু  এবং মায়ের আদর্শের সৈনিক স্থানীয় ৪,৫,৬ নং ওয়ার্ড মেম্বার অনামিকা হক  এলাকাটির উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।  জানা যায়, এ ব্যাপারে আবদুল হামিদ মাস্টার  স্যারের বিশেষ   উদ্যোগে  গত ২৮/৮/২০১৪ ইং তারিখ  ওয়ায়েকরনি আদর্শনগরের কতিপয়  গ্রাহকবৃন্দের  গণস্বাক্ষরকৃত একটি লিখিত দরখাস্ত  মাননীয় নিবার্হী প্রকৌশলী, ডিপিডিসি মাতুয়াইল, ঢাকা বরাবরে দেওয়া হয়। যার গৃহীত নং ৪০২। তবে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও কোনো সুরাহা আসেনি। বর্তমানে আব্দুল হামিদ মাস্টারসহ এলাকার ভুক্তভোগী সকল গ্রাহকবৃন্দ গণস্বাক্ষর এর মাধ্যমে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম   সেন্টুর স্বাক্ষর সম্বলিত একটি দরখাস্ত  গত ২৩/৭/২০১৯ ইং তারিখ ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি ১ নং আব্দুল গনি রোড, ঢাকা বরাবর পাঠান।  যার স্মারক নং- ১৬২।  এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের একটাই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন এবং এই এলাকাটির বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ দ্রুত পদক্ষেপ নেন।এটা এলাকাবাসী ও সাধারণ জনতার ফরিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *