স্নেহের মমতা দিয়াকরেছো মা মানুষ মোরে,
দশ মাস দশ দিনগর্ভে ধারণ করেছো তুমিদিয়েছিলাম কতই না জ্বালা যন্ত্রণা।
অসুখে বিসুখে নির্ঘুম কাটিয়েছ রাতআমার মাথায় হাত বুলিয়ে। আজ মা তোমার বৃদ্ধ বয়সেআমি কুলাঙ্গার পারিনাতোমার পায়ের চরণতলেহাত দুটি রেখে সেবা করিতে, আমার মত জনম পাপিআছে কি এই দুনিয়ায়আর কোনো ভাই?মা তোমার পায়ের চরণতলেইআমি বেহশত খুজে পায়। হে মহান দয়াময় প্রভুবৃদ্ধ বয়সে যে সন্তানেরামা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়তাদের তুমি হেদায়েত দাও, আমি তোমার পাপি বান্দাকরিও আমায় ক্ষমা।