সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

খেলা

অাল ইমরান সাতক্ষীরাঃ  সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা (অ-১৭) ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর জেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ  টুর্নামেন্টের অানুষ্ঠানিক উদ্বোধন   করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি  জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে রাজনৈতিক জীবনে বিভিন্ন উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বের মধ্যে একজন জননন্দিত নেতা বলেই জাতিসংঘ বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধী দিয়েছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে বাঙালীর ভাগ্যোন্নয়ন করে বাঙালী জাতিকে গৌরাবান্বিত করেছেন। আগামী ২০২০ সালের জানুয়ারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন এবং মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পুর্তি পালন করবে জাতি। সেই সাথে জাতির ঘাড়ে যে দু’টি কলঙ্ক ছিল তা মুক্ত করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের বিচার বাস্তবায়ন করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছেন। সাতক্ষীরাকেও কলঙ্ক মুক্ত করতে হবে। দেশের ক্রীড়াঙ্গণে সাতক্ষীরা জেলার ক্রীড়াবিদরা ভাল খেলার মধ্য দিয়ে জেলার সুনাম অক্ষুন্ন রেখেছে। জঙ্গি ও মাদক মুক্ত করতে খেলা-ধূলার বিকল্প নেই।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ। অণুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।
উদ্বোধনী ১ম দিনের খেলায় বালক ও বালিকা মোট অাট দলের খেলা সম্পন্ন হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *