আশুলিয়ায় নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছ পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমাবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) রাম কৃষ্ণ জানান, সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, নিহতের শরীরে আঘাতের কোন চিহৃ নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মৃত যুবক মাদক আসক্ত ছিলো। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।