শাহাদাৎ হোসেন আশুলিয়া:
আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় লাবনী রেস্টুরেন্টে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আকরাম হোসেন সহ আশুলিয়া ও ধামরাই এর স্থানীয় সাংবাদিকগণ।
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর স্বাক্ষরিত ১৩ সদস্য বিশিষ্ট আশুলিয়া থানা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সাংবাদিক মোঃ ইয়াছিনকে আহ্বায়ক ও শ্রী মৃদুল ধর ভাবনকে সদস্য সচিব করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আশুলিয়া থানা কমিটির অনুমোদন দেওয়া হয়।
