হিলি প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খাতুন হোসাইন অনৈতিক কাজের অভিযোগে এ জরিমানা আদায় করেন। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান, আজ ভোরের দিকে পৌরসভার নুরজাহানপুর এলাকার নেক মোহাম্মাদের পুত্র সাইফুল ইসলাম (৩৫) একই এলকার রেজাউল করিমের কন্যা নিলুফার আক্তার (২০) এর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ঘোড়াঘাট থানা পুলিশ গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃদের ভ্রাম্যমান আদালতের হাজির করলে আদালত সাইফুল ইসলামের ২৫ হাজার টাকা ও নিলুফার আক্তারের ৫ হাজার টাকা জরিমানা করেন।